Wildlife of India – Quiz 90

(১) ভারতে বাঘ্র সংরক্ষণ কবে শুরু হয়েছিল?

(ক) ১লা এপ্রিল ১৯৭৩

(খ) ২রা  আগস্ট ১৯৮৪

(গ) ৯ই সেপ্টেম্বর ১৯৫৬

(ঘ) ৫ই জুন ১৯৯৮

উত্তরঃ ১লা এপ্রিল ১৯৭৩


(২) সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত?

(ক) পশ্চিমবঙ্গ

(খ) আসাম

(গ) সিকিম

(ঘ) ওড়িশা

উত্তরঃ ওড়িশা


(৩) গির অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?

(ক) সিংহ

(খ) গণ্ডার

(গ) হাতি

(ঘ) সাপ

উত্তরঃ সিংহ


(৪) করবেট জাতীয় উদ্যান কোথায় দেখা যায়?

(ক) কেরালা

(খ) গুজরাট

(গ) উত্তরাখণ্ড

(ঘ) মণিপুর

উত্তরঃ উত্তরাখণ্ড


(৫) ভারতের সর্ববৃহত বাঘ্র্য সংরক্ষণ কেন্দ্র কোনটি?

(ক) নামেরি

(খ) পেরিয়ার

(গ) নাগার্জুন সাগর

(ঘ) বাল্মিকী

উত্তরঃ নাগার্জুন সাগর