Sikh Maratha Mysore – Quiz 69

(১) ‘ছত্রপতি’ কার উপাধি?  

(ক) শিবাজী  

(খ) দ্বিতীয় বাজিরাও  

(গ) বালাজী বিশ্বনাথ  

(ঘ) বালাজী বাজিরাও

উত্তরঃ শিবাজী


(২) শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(ক) গুরু গোবিন্দ সিং  

(খ) গুরু অঙ্গদ

(গ) গুরু নানক

(ঘ) গুরু রামদাস

উত্তরঃ গুরু নানক


(৩) প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয়েছিল?

(ক) ১৮৯৮ সালে

(খ) ১৩৮২ সালে

(গ) ১৭৬৭ সালে

(ঘ) ১৩৪২ সালে

উত্তরঃ ১৭৬৭ সালে


(৪) বেসিনের চুক্তি কবে হয়েছিল?  

(ক) ১৭৭৪ সালে  

(খ) ১৮৫৬ সালে

(গ) ১৭৯৮ সালে

(ঘ) ১৮০২ সালে

উত্তরঃ ১৮০২ সালে


(৫) শিখদের দশম গুরু কে ছিলেন?  

(ক) গুরু অর্জুন  

(খ) গুরু অঙ্গদ  

(গ) গুরু গোবিন্দ সিং  

(ঘ) গুর তেগবাহাদুর

উত্তরঃ গুরু গোবিন্দ সিং