Research Centre of India – Quiz 41

Research centre of India. A list of research centers of India is listed here under for all competitive examinations.

() কেন্দ্রীয় ধান গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) কোলকাতা

(খ) পাটনা

(গ) কটক

(ঘ) ভোপাল

উত্তরঃ কটক


() কেন্দ্রীয় গম গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) পুসা  

(খ) পাটনা

(গ) পুনা

(ঘ) গুয়াহাটি  

উত্তরঃ পুসা


() কেন্দ্রীয় পাট গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) দিল্লী

(খ) নাগপুর  

(গ) ব্যারাকপুর  

(ঘ) জয়পুর  

উত্তরঃ ব্যারাকপুর


()  মৃত্তিকা গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) দেরাদুন

(খ) কোলকাতা

(গ) কটক

(ঘ) হরিণঘাটা

উত্তরঃ দেরাদুন


()  সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

(ক) আইজল  

(খ) মুম্বাই  

(গ) কটক

(ঘ) সিমলা

উত্তরঃ সিমলা


()  মৎস্য গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) জুনপুট  

(খ) কোলকাতা

(গ) কটক

(ঘ) ব্যারাকপুর

উত্তরঃ জুনপুট


()  কফি গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) দেরাদুন

(খ) কটক

(গ) নাগপুর  

(ঘ) কাসারগড়  

উত্তরঃ কাসারগড়


()  কেন্দ্রীয় মহাকাশ গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) শ্রীহরিকোটা

(খ) কোলকাতা

(গ) থুম্বা  

(ঘ) কচ্ছ  

উত্তরঃ থুম্বা


()  বস্ত্র গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) শিলং

(খ) দিল্লী

(গ) আমেদাবাদ  

(ঘ) পুণে  

উত্তরঃ পুণে


(১০)  ড্রাগ গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) দেরাদুন

(খ) লক্ষ্ণৌ

(গ) কটক

(ঘ) গুয়াহাটি

উত্তরঃ লক্ষ্ণৌ


(১১)  চা গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) কাসারগড়

(খ) জয়পুর

(গ) কোলকাতা  

(ঘ) গুয়াহাটি

উত্তরঃ কাসারগড়


(১২)  মৃৎশিল্প গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) দেরাদুন

(খ) ব্যারাকপুর

(গ) যাদবপুর

(ঘ) পাটনা 

উত্তরঃ যাদবপুর 


(১৩)  কার্পাস গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) আমেদাবাদ  

(খ) ভুবেনশ্বর

(গ) নাগপুর

(ঘ) জুনপুট 

উত্তরঃ নাগপুর 


(১৪)  কেন্দ্রীয় আখ গবেষনাগার কোথায় অবস্থিত?

(ক) কোলকাতা  

(খ) লক্ষ্ণৌ

(গ) চেন্নাই  

(ঘ) গুয়াহাটি

উত্তরঃ লক্ষ্ণৌ


(১৫)  খনি গবেষনাগার কোথায় অবস্থিত?  

(ক) দেরাদুন

(খ) ধানবাদ

(গ) কটক

(ঘ) গুয়াহাটি

উত্তরঃ ধানবাদ