Provincial Kingdom of Medieval India – Quiz 68

(১) ‘কাশ্মীরের আকবর’ বলা হয় কাকে?

(ক) জয়নাল আবেদিন

(খ) সামসুদ্দিন শাহ

(গ) মামুদ শাহ

(ঘ) ফিরোজ শাহ

উত্তরঃ জয়নাল আবেদিন


(২) শেরশাহের প্রধান সেনাপতি কে ছিলেন?

(ক) মালিক কাফুর

(খ) হিমু

(গ) আদিল শাহ

(ঘ) ব্রহ্মজিত গৌড়

উত্তরঃ ব্রহ্মজিত গৌড়


(৩) বাংলায় ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠা কবে হয়েছিল?

(ক) ১৪৯৮ সালে

(খ) ১৩২২ সালে

(গ) ১৪৬৭ সালে

(ঘ) ১৩৪২ সালে

উত্তরঃ ১৩৪২ সালে


(৪) উদয়রাজা কার সভাকবি ছিলেন?

(ক) আহমেদ শাহ

(খ) মামুদ বেগার

(গ) জাফর খান

(ঘ) ইলিয়াস খান

উত্তরঃ মামুদ বেগার


(৫) আমেদাবাদ শহর কে স্থাপন করেন?

(ক) জয়নাল আবেদিন

(খ) ইলিয়াস খান

(গ) প্রথম আহমেদ শাহ

(ঘ) জাফর খান

উত্তরঃ প্রথম আহমেদ শাহ