General Knowledge in Bengali – Buddhism and Jainism | Quiz -26

বৌদ্ধ ও জৈন ধর্ম

(১) চর্তুর্যাম কে চালু করেন?

(ক) মহাবীর

(খ) পার্শ্বনাথ

(গ) বুদ্ধদেব

(ঘ)  কনিষ্ক 

উত্তরঃ পার্শ্বনাথ


(২) নিম্নলিখিত রাজাদের মধ্যে কোন রাজা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন?

(ক) চন্দ্রপুপ্ত মৌর্য

(খ) অশোক

(গ) আকবর 

(ঘ) উপরের কেউই নয়

উত্তরঃ চন্দ্রপুপ্ত মৌর্য


(৩) প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?

(ক) বৈশালী 

(খ) কাশ্মীর

(গ) রাজগৃহ

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ রাজগৃহ


(৪) বুদ্ধদেব কোথায় সর্বপ্রথম কোথায় ধর্মপ্রচার শুরু করেছিলেন?

(ক) সারানাথ

(খ) গোয়া

(গ) সাঁচী 

(ঘ) উপরের কোথাও নয়

উত্তরঃ সারানাথ


(৫) পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন?

(ক) গৌতম বুদ্ধ

(খ) মহাবীর

(গ) মহাকাশ্যপ 

(ঘ) উপরের কেউই নয়

উত্তরঃ গৌতম বুদ্ধ