General Knowledge in Bengali – Quiz 1

History

History is a common section of general knowledge. Most of the competitive exams have this section of gk. Here we mentioned chapter wise MCQ type general knowledge questions and answers for all competitive examinations.

(১) নিন্মলিখিত সভ্যতাগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা?

(ক) মেসোপটেমিয়া সভ্যতা

(খ) বৈদিক সভ্যতা

(গ) হরপ্পা সভ্যতা

(ঘ) মেহেরগড় সভ্যতা

উত্তরঃ মেহেরগড় সভ্যতা


(২) হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত?

(ক) হরপ্পা

(খ) মহেঞ্জোদাড়ো

(গ) লোথাল

(ঘ) কালিবাগান

উত্তরঃ  মহেঞ্জোদাড়ো


(৩) হরপ্পায় কে সর্ব প্রথম খননকার্য চালিয়ে ছিলেন?

(ক) বি বি পাল

(খ) রাখাল দাস বন্দোপাধ্যায়

(গ) দয়ারাম সাহানি

(ঘ) এম জি মজুমদার

উত্তরঃ দয়ারাম সাহানি


(৪) মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি?

(ক) আনন্দের শহর

(খ) আগুনের স্ফুলিঙ্গ

(গ) মৃতের স্তূপ

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ মৃতের স্তূপ


(৫) হরপ্পা সভ্যতায় একমাত্র কোন স্থানে কোন দুর্গ পাওয়া যায় নি?

(ক)রোপার

(খ) লোথাল

(গ) হরপ্পা

(ঘ) চানহুদাড়ো

উত্তরঃ চানহুদাড়ো


(৬) হরপ্পাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?

(ক) তামা

(খ) সোনা

(গ) লোহা

(ঘ) হরপ্পাবাসীরা ধাতুর ব্যবহার জানতেন না

উত্তরঃ লোহা


(৭) হরপ্পা সভ্যতা কত প্রাচীন?

(ক) আনুমানিক ৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ

(খ) আনুমানিক ১৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ

(গ) আনুমানিক ২৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ

(ঘ) আনুমানিক ২০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ

উত্তরঃ আনুমানিক ২৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ


(৮) হরপ্পাবাসীদের কোন পশুর কথা অজানা ছিল?

(ক) হরিণ

(খ) গণ্ডার

(গ) কুকুর

(ঘ) ঘোড়া

উত্তরঃ ঘোড়া


(৯) মহেঞ্জদাড়ো কোথায় অবস্থিত?

(ক) পাঞ্জাবের মন্টেগোমারী জেলায়  

(খ) সিন্ধুর লারকানা প্রদেশে

(গ) জম্মুর মান্ডায়

(ঘ) হরিয়ানার হিসারে

উত্তরঃ সিন্ধুর লারকানা প্রদেশে


(১০) নীচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়?

(ক) মেহেরগড় সভ্যতা

(খ) মিশরীয় সভ্যতা

(গ) সুমেরীয় সভ্যতা

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ মেহেরগড় সভ্যতা


(১১) মহেঞ্জোদাড়োতে যে “ড্যান্সিং গার্ল” এর নিদর্শন পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরী?

(ক) সোনা

(খ) রূপা

(গ) ব্রোঞ্জ

(ঘ) তামা

উত্তরঃ ব্রোঞ্জ


(১২) কালিবাগান শব্দের অর্থ কি?

(ক) কালির বাগান

(খ) কালো পাহাড়

(গ) কালো বালা

(ঘ) সুন্দর চূড়া

উত্তরঃ কালো বালা


(১৩) হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?

(ক) সিন্ধু

(খ) যমুনা

(গ) রাভী

(ঘ) ইছামতী

উত্তরঃ রাভী


(১৪) কোথায় জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গেছে?

(ক) রঙ্গপুর

(খ) কালিবাগান

(গ) লোথাল

(ঘ) হরপ্পা

উত্তরঃ লোথাল


(১৫) হরপ্পা সভ্যতার কোথায় বেলেপাথরের তৈরী অঙ্গপ্রত্যঙ্গহীন লাল রঙের মূর্তি পাওয়া গেছে?

(ক) হরপ্পা

(খ) বনয়ালি

(গ) লোথাল

(ঘ) সুকতাজেন্দার

উত্তরঃ হরপ্পা


(১৬) মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত?

(ক) ইন্ডাস

(খ) সরস্বতী

(গ) যমুনা

(ঘ) ঘর্ঘরা

উত্তরঃ ইন্ডাস


(১৭) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

(ক) লৌহ যুগ

(খ) তাম্র যুগ

(গ) ব্রোঞ্জ যুগ

(ঘ) প্রস্তর যুগ

উত্তরঃ তাম্র যুগ


(১৮) হরপ্পাবাসীরা কোন দেতার পূজা করতেন?

(ক) ইন্দ্র

(খ) ব্রহ্মা

(গ) পশুপতি

(ঘ) বিষ্ণু

উত্তরঃ পশুপতি


(১৯) নিন্মলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়?

(ক) কালিবাগান

(খ) রঙ্গপুর

(গ) হরপ্পা

(ঘ) লোথাল

উত্তরঃ হরপ্পা


(২০) কালিবাগান কোথায় অবস্থিত?

(ক) গুজরাট

(খ) রাজস্থান

(গ) পাঞ্জাব

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ রাজস্থান


You may also like

3 thoughts on “General Knowledge in Bengali – Quiz 1”

  1. খুব সুন্দর পোস্ট । এইরকম পোস্ট আমাদের এক্সাম crack করতে খুব সাহস জোগাবে । ধন্যবাদ ।

Comments are closed.