Basic General Knowledge in Bengali – Quiz 17

First Woman in India

(১) ভারতের প্রথম মহিলা স্পীকার কে?

(ক) কিরণ বেদী

(খ) সুশীলা আয়ার

(গ) আন্না চন্ডী

(ঘ) নার্গিস দত্ত

উত্তরঃ সুশীলা আয়ার


(২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

(ক) প্রতিভা প্যাটেল

(খ) সরোজিনী নাইডু

(গ) ইন্দিরা গান্ধী

(ঘ) এখনও পর্যন্ত কোন মহিলা ভারতের প্রধানমন্ত্রী হয় নি

উত্তরঃ ইন্দিরা গান্ধী


(৩) কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্নে ভূষিত হয়েছিলেন?

(ক) মাদার টেরেসা

(খ) ইন্দিরা গান্ধী

(গ) শুভালক্ষ্মী

(ঘ) কেউই নয়

উত্তরঃ ইন্দিরা গান্ধী


(৪) কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিলেন?

(ক) দুর্বা ব্যানার্জী

(খ) বাচেন্দ্রী পাল

(গ) আরতী সাহা

(ঘ) কেউই নয়

উত্তরঃ বাচেন্দ্রী পাল


(৫) প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?

(ক) আশাপূর্ণা দেবী

(খ) অমৃতা প্রিতম

(গ) মহাদেবী বর্মা

(ঘ) কেউই নয়

উত্তরঃ আশাপূর্ণা দেবী


(৬) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?

(ক) মহাদেবী বর্মা

(খ) কিরণ বেদী

(গ) সুচেতা কৃপালিনী

(ঘ) জয়ললিতা

উত্তরঃ সুচেতা কৃপালিনী


(৭) ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যালেন পার হয়েছিলেন?

(ক) আরুতি সাহা  

(খ) বাচেন্দ্রী পাল

(গ) অঞ্জু ববি জর্জ

(ঘ) এখনও পর্যন্ত কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যালেন পার হতে পারেনি

উত্তরঃ আরুতি সাহা  


(৮) ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন?

(ক) ইন্দিরা গান্ধী

(খ) সুশীলা আয়ার

(গ) রমা দেবী

(ঘ) তরু দত্ত

উত্তরঃ রমা দেবী


(৯) কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম মিস ইউনিভার্স পুরস্কার পেয়ে ছিলেন?

(ক) আন্না চন্ডী

(খ) প্রিয়াঙ্কা চোপড়া

(গ) সুস্মিতা সেন

(ঘ) রিতা ফারিয়া

উত্তরঃ সুস্মিতা সেন


(১০) ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি?

(ক) আন্না চন্ডী

(খ) নার্গিস দত্ত

(গ) বাচেন্দ্রী পাল

(ঘ) সুনয়না দেবী

উত্তরঃ আন্না চন্ডী


1 thought on “Basic General Knowledge in Bengali – Quiz 17”

Comments are closed.