Cholas Pallavs Gangas – Quiz 59

(১) পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

(ক) নরসিংহদেব

(খ) কৃষ্ণদেব রায়

(গ) অমোঘবর্ষা

(ঘ) অনন্তবর্মণ

উত্তরঃ অনন্তবর্মণ


(২) পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(ক) সিংহবিষ্ণু

(খ) বিজয়ালয়া

(গ) কেশারি

(ঘ) নরসিংহদেব

উত্তরঃ সিংহবিষ্ণু


(৩) বিজয়ালয়া এর রাজধানী কোথায় ছিল?

(ক) কাঞ্চি

(খ) কোনারক

(গ) তাঞ্জোর

(ঘ) মাদুরাই

উত্তরঃ তাঞ্জোর


(৪) নীচের কোন সম্রাটের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন?

(ক) প্রথম রাজেন্দ্র চোল

(খ) নরসিংহবর্মণ

(গ) তৃতীয় কৃষ্ণ

(ঘ) রাজারাজ

উত্তরঃ নরসিংহবর্মণ


(৫) ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির কে নির্মাণ করেছিলেন?

(ক) কেশারি

(খ) নরসিংহদেব

(গ) সিংহবিষ্ণু

(ঘ) বিক্রমাদিত্য

উত্তরঃ কেশারি