Bengali GK – First Female in West Bengal

(১) পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন?

(ক) শিপ্রা মজুমদার

(খ) দুর্বা ব্যানার্জী

(গ) আরতী সাহা

(ঘ) কেউই নয়

উত্তরঃ শিপ্রা মজুমদার


(২)পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?

(ক) সুচেতা কৃপালিনী

(খ) সরোজিনী নাইডু

(গ) রেজিনা গুহ

(ঘ) কেউই নয়

উত্তরঃ  সরোজিনী নাইডু


(৩) পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা হলেন _____

(ক) আশাপূর্ণা দেবী

(খ) মহেশ্বরী দেবী

(গ) প্রতিভা রায়

(ঘ) কেউই নয়

উত্তরঃ আশাপূর্ণা দেবী


(৪)পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এ এস অফিসার কে?

(ক) রিতু মহেশ্বরী

(খ) রমা মজুমদার

(গ) চন্দ্রমুখী বসু

(ঘ) কেউই নয়

উত্তরঃ রমা মজুমদার


(৫) পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন?

(ক) আরতি সাহা

(খ) বুলা চৌধুরি

(গ) শ্রেয়া দত্ত

(ঘ) কেউই নয়

উত্তরঃ আরতি সাহা


(৬) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে?

(ক) রমা মজুমদার  

(খ) রানু ঘোষ

(গ) বুলা চৌধুরি

(ঘ) কেউই নয়

উত্তরঃ রানু ঘোষ


(৭) পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন?

(ক) অরুণা আসফ আলি  

(খ) মহেশ্বরী দেবী

(গ) প্রতিভা রায়

(ঘ) কেউই নয়

উত্তরঃ অরুণা আসফ আলি  


(৮) পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন?

(ক) সুদীপ্তা সেনগুপ্ত

(খ) দুর্বা ব্যানার্জী

(গ) আরতী সাহা

(ঘ) কেউই নয়

উত্তরঃ সুদীপ্তা সেনগুপ্ত


(৯) পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন?

(ক) আরতি সাহা

(খ) দূর্বা ব্যানার্জী  

(গ) মৈত্রেয়ী দেবী  

(ঘ) কেউই নয়

উত্তরঃ মৈত্রেয়ী দেবী  


(১০) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?

(ক) মাতঙ্গিনী হাজরা

(খ) প্রীতিলতা ওয়াদেদার

(গ) সরোজিনী নাইডু

(ঘ) কেউই নয়

উত্তরঃ মাতঙ্গিনী হাজরা


1 thought on “Bengali GK – First Female in West Bengal”

Comments are closed.