Basic General Knowledge in Bengali – Folk Dance |Quiz – 25

Folk Dance

(১) “ছৌ” কোথাকার লোকনৃত্য?

(ক) পশ্চিমবঙ্গ

(খ) জম্মু ও কাশ্মীর

(গ) উত্তরাখণ্ড

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  পশ্চিমবঙ্গ


(২) “কোলাট্টাম” কোথাকার লোকনৃত্য?

(ক) গুজরাট

(খ) উত্তরপ্রদেশ

(গ) তামিলনাড়ু

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  তামিলনাড়ু


(৩) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে “চাপ্পেলী” কোথাকার লোকনৃত্য?

(ক) মণিপুর

(খ) গুজরাট

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  উত্তরপ্রদেশ


(৪) “গড়বা” কোথাকার লোকনৃত্য?

(ক) মধ্যপ্রদেশ

(খ) পশ্চিমবঙ্গ

(গ) গুজরাট

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  গুজরাট


(৫) “ভাংড়া” কোথাকার লোকনৃত্য?

(ক) বিহার

(খ) পাঞ্জাব

(গ) কর্ণাটক

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  পাঞ্জাব


(৬) “ডান্ডানাটে” কোথাকার লোকনৃত্য?

(ক) গুজরাট

(খ) রাজস্থান

(গ) ওড়িষ্যা

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  ওড়িষ্যা


(৭) “যাতাযতীন” কোন রাজ্যের লোকনৃত্য?

(ক) কেরালা

(খ) অন্ধ্রপ্রদেশ

(গ) বিহার

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  বিহার


(৮) “কুচিপুডি” কোথাকার লোকনৃত্য?

(ক) অন্ধপ্রদেশ

(খ) পশ্চিমবঙ্গ

(গ) ত্রিপুরা

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  অন্ধপ্রদেশ


(৯) “রাসিলা” কোথাকার লোকনৃত্য?

(ক) মণিপুর

(খ) গুজরাট

(গ) ওড়িশা

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ  গুজরাট


(১০) “রাউফ” কোথাকার লোকনৃত্য?

(ক) জম্মু ও কাশ্মীর

(খ) অরুণাচল প্রদেশ

(গ) তামিলনাড়ু

(ঘ) উপরের কোনটিও নয়

উত্তরঃ   জম্মু ও কাশ্মীর