Alexander Greek Shaka – Quiz 54

() আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?

(ক) ২৬৯ খ্রীষ্ট্র পূর্বাব্দ

(খ) ৩২৬ খ্রীষ্ট্র পূর্বাব্দ

(গ) ৫৪৪ খ্রীষ্ট্র পূর্বাব্দ

(ঘ) ৪৯২ খ্রীষ্ট্র পূর্বাব্দ

উত্তরঃ ৩২৬ খ্রীষ্ট্র পূর্বাব্দ


() মিলিন্দের রাজধানী কোথায় ছিল?

(ক) রাজগির

(খ) পাটলিপুত্র

(গ) শিয়ালকোট

(ঘ) বৈশালী

উত্তরঃ শিয়ালকোট


() জুনাগড় শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়?

(ক) অশোক

(খ) প্রথম রুদ্রদামন

(গ) হর্ষবর্ধন

(ঘ) অজাতশত্রু

উত্তরঃ  প্রথম রুদ্রদামন


() মিলিন্দ পঞ্চোহো কোন ভাষায় রচিত?

(ক) হিন্দী

(খ) সংস্কৃত

(গ) উর্দু

(ঘ) পালি

উত্তরঃ পালি


() হিদাসফিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

(ক) আলেকজান্ডার ও পুরুর মধ্যে

(খ) সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে

(গ) অশোক ও বিম্বিসারের মধ্যে

(ঘ) রুদ্রদামন ও গন্ডোফার্নিসের মধ্যে

উত্তরঃ আলেকজান্ডার ও পুরুর মধ্যে